• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লাখো মানুষের পদযাত্রা আর শ্লোগানে বিদ্রোহী হয়ে ওঠে রাজপথ

প্রকাশিত: ০৮:৪২, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ০৯:৩৬, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
লাখো মানুষের পদযাত্রা আর শ্লোগানে বিদ্রোহী হয়ে ওঠে রাজপথ

‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’- এই শ্লোগানের মধ্যে দিয়েই ২০২৪ এর ৩ আগস্ট সরকার পতনের ডাক দেয় শিক্ষার্থী ও সাধারণ জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশে সরকার পতনের ডাক দেওয়া হয়। শেখ হাসিনা সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।

কোটা সংস্কার আন্দোলন দমাতে ২০২৪ এর জুলাই মাস জুড়ে ছাত্র-জনতার ওপর স্টিম রোলার চালায় আওয়ামী লীগ সরকার। সরকারি দলের হামলা ও আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ দেন শিশুসহ হাজারেরও বেশি মানুষ।

আওয়ামী লীগ সরকারের এমন নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে ৩ আগস্ট বা ৩৪ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন লাখো জনতা। 

সেদিন লাখো মানুষের পদযাত্রা আর শ্লোগানে বিদ্রোহী হয়ে ওঠে রাজপথ। মিছিলে মিছিলে রাজধানীর সব পথ গিয়ে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে।

৩ আগস্ট, ঘড়ির কাটায় বিকাল পাঁচটা। কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তাল সমাবেশ থেকে দেওয়া হয় সরকার পতনের এক দফা।  

সরকারের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার পাশাপাশি গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে সরকার গঠনের দাবি জানানো হয়, ঘোষণা করা হয় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি। 

বাংলাদেশের মানুষের চেতনার কেন্দ্রভূমি কেন্দ্রীয় শহীদ মিনার। সেই প্রাণের মিনার থেকে ঘোষিত এক দফাই ছিল শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: