• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, যাদের জন্য শিথিলযোগ্য

প্রকাশিত: ১২:২৯, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১২:২৯, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, যাদের জন্য শিথিলযোগ্য

করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (৩ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়। তবে, ৪ শ্রেণির করদাতাদের জন্য এই বাধ্যবাধকতা থাকছে না।

এরা হলেন- ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা। শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ দাখিল সাপেক্ষে)। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা। যদিও, চাইলে এই শ্রেণির করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

 

 

বিশেষ আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ করবর্ষ থেকে সব সাধারণ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে। আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত পোর্টাল হলো- www.etaxnbf.gov.bd

বিশেষ ছাড় পাওয়া চার শ্রেণির বাইরে কেউ যদি অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হন, তবে যুক্তিসহ আবেদন করে উপকর কমিশনারের মাধ্যমে যুগ্ম বা অতিরিক্ত কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে পেপার (কাগজে) রিটার্ন দাখিল করতে পারবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2