পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তা বদলি, কেএমপিতে নতুন কমিশনার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ পাচ্ছে নতুন কমিশনার।
সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে দেয়া পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তথ্যমতে, খুলনার কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের স্থলাভিষিক্ত হবেন।
এ ছাড়া অন্য আদেশে ঊর্ধ্বতন আরও ২০ কর্মকর্তাকে বদলির তথ্য জানানো হয়েছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: