• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘রাজনীতিবীদরা কীভাবে দেশ চালাবেন তা জাতির সামনে উপস্থাপন করতে হবে’

প্রকাশিত: ১৪:২৯, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৩০, ৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘রাজনীতিবীদরা কীভাবে দেশ চালাবেন তা জাতির সামনে উপস্থাপন করতে হবে’

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আগামীতে রাজনীতিবীদরা কীভাবে দেশ চালাবেন তা জাতির সামনে উপস্থাপন করতে হবে। একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগানোর মানসিকতা থাকতে হবে বলেও মনে করেন তিনি। বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বেহেস্তে আছে এদেশের গণমাধ্যম। তবে ভবিষ্যতে রাজনৈতিক সরকারের আমলে পরিস্থিতি কোন দিকে যায় এবং গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারবে কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। মতিউর রহমান চৌধুরী বলেন, তাকে আওয়ামী লীগ সরকার প্রায় ১০মাস দেশে ঢুকতে না দিলেও সম্পাদক পরিষদ একটি বিবৃতি পর্যন্ত দেয়নি। 

বিভি/এসজি

মন্তব্য করুন: