‘সরকারের কঠোর অবস্থানের কারণেই এক বছরে বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে’

ফাইল ছবি
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কারণেই এক বছরের চেষ্টায় সিন্ডিকেটমুক্ত বাজার উপহার দেওয়া গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে রাজধানীতে সরকারি বিপণন সংস্থা টিসিবি আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, জুলাই চেতনা বাস্তবায়নের অংশ হিসেবে আগামী নির্বাচনের আগেই দুর্নীতি দূর করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় বাণিজ্য সচিব জানান, এখনো দূর হয়নি দুর্নীতি ও বৈষম্য। বৈষম্যরোধে সরকারি কর্মকর্তাদের অগ্রনী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় জুলাই আন্দোলনের নানা স্মৃতি তুলে ধরেন জুলাই যোদ্ধারা।
বিভি/এসজি
মন্তব্য করুন: