• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা’

প্রকাশিত: ২৩:১৯, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ০০:৩৫, ৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা’

ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনে দুই দফা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার করা হবে। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা। 

বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন ভবনে তার সভাকক্ষে হয় ৯ম কমিশন সভার এ বৈঠক।

গণপ্রতিনিধিত্ব আদেশ -আরপিও,  রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা ও প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। 

সভা শেষে নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।  

প্রবাসীদের ভোট নিশ্চিত করতে এই বিষয়ে চুড়ান্ত আলোচনা হয়েছে। সেপ্টেম্বর থেকেই শুরু হবে প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ। পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা।

ভোটার তালিকা আইন অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হবে ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে পারবে তারা। এ আই এর মাধ্যমে যেন মিস ইনফরমেশন ছড়িয়ে না পরে সেই বিষয়েও কাজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2