ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার: ড. ইউনূস

ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারাবদ্ধ। মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টি প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে।
এদিকে, বাংলাদেশে হালাল শিল্পপার্ক স্থাপনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়া সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস কেবাংসান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তবর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা জানান।
এর আগে মালয়েশিয়ার হালাল শিল্প প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে হালাল শিল্পপার্ক স্থাপনে মালয়েশিয়ার সমর্থন চান।
এছাড়াও, প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদহিনা সিদ্দিক দেখা করেন। একই সঙ্গে মানবাধিকার, গণতন্ত্র ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা ফোরাম এশিয়ার চেয়ারপারসন জেরাল্ড জোসেফও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: