• NEWS PORTAL

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাইপলাইনে তেল পরিবহনে দেশে নতুন যুগের সূচনা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৯:৩২, ১৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পাইপলাইনে তেল পরিবহনে দেশে নতুন যুগের সূচনা

দেশের জ্বালানি পরিবহণ খাতে নতুন যুগের সূচনা হয়েছে। দেড়মাসে চট্টগ্রামের পতেঙ্গা  থেকে পাইপলাইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা ডিপোতে গেল ৫কোটি লিটার ডিজেল। 

পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পর প্রস্তুত পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি যাবে জ্বালানি তেল। কাল শনিবার (১৬ আগস্ট) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান চট্টগ্রামের গুপ্তাখালে পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনালে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম উদ্বোধন করবেন। 

ফলে আগে ঢাকায় জ্বালানি পরিবহণে যেখানে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতো, সেখানে পাইপলাইনে এখন সেটা মাত্র ১২ ঘণ্টায় সম্ভব হবে। এতে উল্লেখযোগ্য পরিমাণে খরচ সাশ্রয় হবে। সময় বাঁচবে ৩৬ ঘণ্টা।

২০১৬ সালে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে। তিন দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয়েছে চলতি বছরের মার্চে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে ৮৩৮ কোটি টাকা। আনুষ্ঠানিকভাবে চালুর পর পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সর্বোচ্চ ২৭ লাখ টন বা ৩১৭ কোটি লিটার ডিজেল সরবরাহ হবে।

বিপিসি জানায়,গত ২২জুন পরীক্ষামূলকভাবে পাইপলাইনে ডিজেল সরবরাহের কাজ শুরু হয়। ৪ আগস্ট পর্যন্ত ৪ কোটি ৮২ লাখ লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। পরীক্ষামূলকভাবে জ্বালানি সরবরাহ করতে গিয়ে তেমন ত্রুটি পাওয়া যায়নি। ফলে কাল শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সিদ্ধান্ত হয়।

দেশে বছরে জ্বালানি তেলের গড় চাহিদা ৬৫ লাখ টন। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে সরবরাহ করা হয়েছে ৬৮ লাখ টন।এর মধ্যে ৬৩ শতাংশই ডিজেল। ঢাকা বিভাগেই জ্বালানি তেলের ব্যবহার মোট চাহিদার ৪০ শতাংশ। বর্তমানে ঢাকায় তেল পরিবহনের জন্য প্রথমে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নদীপথে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা ডিপোতে নেওয়া হয়। এরপর সেখান থেকে সড়কপথে ঢাকায় তেল পরিবহন করা হয়। পরিবহনে ব্যবহৃত হয় প্রতি মাসে প্রায় ১৫০টি ছোট-বড় জাহাজ। এতে বছরে ২০০ কোটি টাকার মতো খরচ হচ্ছে।

বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানান, শনিবার  পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ পাইপলাইনের মাধ্যমে সহজে, নিরাপদে ও সাশ্রয়ীভাবে তেল সরবরাহ করা যাবে। অপচয়ও কমবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2