• NEWS PORTAL

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নতুন বাংলাদেশের জন্য এই ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা: তথ্য উপদেষ্টা 

প্রকাশিত: ২২:১৫, ১৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নতুন বাংলাদেশের জন্য এই ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা: তথ্য উপদেষ্টা 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে শুরু হচ্ছে নতুন কুঁড়ি প্রতিযোগিতা। এই প্রযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। 

রবিবার (১৭ই আগস্ট) ঢাকার রামপুরায় বিটিভি ভবনে নতুন কুঁড়ি  প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রেক্ষাপট তুলে উপদেষ্টা বলেন, শহিদ জিয়াউর রহমানের শাসনামলে বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হয়েছিলো। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার রাজনৈতিক কারণে এই প্রতিযোগিতা বন্ধ করে দেন। 

রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ‘নতুন কুঁড়ি’ আয়োজন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক ও সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে ভূমিকা রাখবে। 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের সবারই আকাঙ্ক্ষা ছিলো একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য এই ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা।’

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ধরন প্রসঙ্গে তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। পূর্বে যেভাবে প্রতিযোগিতা হয়েছে, এবারেও সেই আদলে করা হবে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। কেউ পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে সাংস্কৃতিক কাঠামো একদিকে হেলে পড়েছিলো এবং পুরো সরকারি ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্যাট্রন-ক্লায়েন্ট (পোষক-পোষ্য) সম্পর্ক তৈরি করা হয়েছিলো। 

উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, শিশু-কিশোররা নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেবে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে দেশকে এবং দেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে। তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

বক্তব্যপ্রদান শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। 

এর আগে উপদেষ্টা বিটিভি ভবন প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2