• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই অন্যতম প্রধান মাধ্যম: তারেক রহমান

প্রকাশিত: ২২:৫৯, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই অন্যতম প্রধান মাধ্যম: তারেক রহমান

তারেক রহমান (ফাইল ছবি)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হবে। এ বিষয়ে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, নানা রকম শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করা হলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটে পড়বে।

বিএনপি আগামী দিনের সব রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে তার। এছাড়াও, খাল খনন কর্মসূচি আবারও শুরু করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন কোন রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম।

সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। তাই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2