একাত্তরের অমীমাংসিত বিষয় এ পর্যন্ত দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

ছবি: সংগৃহীত
একাত্তরের অমীমাংসিত বিষয় এ পর্যন্ত দুইবার সমাধান হয়েছে, দাবি করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। তার এমন দাবির সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গণহত্যার জন্য ইসলামাবাদের দুঃখ প্রকাশ, পাওনা মিটিয়ে দেওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার ইস্যুগুলো সমাধান করে ঢাকা দুইদেশের সুসম্পর্ক চায় বলেও স্পষ্টকথা তার।
ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার। সকাল ১০টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। এতে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও চারটি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়। এসময় ছিলেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।
পরে সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় ঢাকা-ইসলামাবাদের একসাথে কাজ করার সুযোগ রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা। তবে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে এই সম্পর্ক আরো উন্নয়নের মধ্য দিয়ে দুই দেশই লাভবান হবে বলে মনে করেন তিনি।
এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যানসহ ব্যবসায়ী নেতার উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে দ্বি-পক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।
বিভি/এসজি
মন্তব্য করুন: