সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ বিচারককে বদলি

সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ বিচারককে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন এটি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি বিচারকগণেকে জেলা ও দায়রা জজ বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট বা দফতর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৮ আগস্টে এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকগণকে প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সারাদেশে একযোগে ৫৩ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: