• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নিহত পরিবার সদস্যদের সংবাদ সম্মেলন

রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন সরানোসহ ৯ দাবি

প্রকাশিত: ১৭:৪৬, ২৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন সরানোসহ ৯ দাবি

ছবি: সংগৃহীত

রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন স্থানান্তরসহ ৯দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের হয়রানি ও মিথ্যাচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এই ৯ দাবি জানানো হয়েছে। নিহত পরিবারের পক্ষে তিনজন লিখিত বক্তব্য রাখেন। তারা ৯টি দাবি তুলে ধরেন।

বিমান বিধ্বস্ত দুর্ঘটনায়  নিহত ফাতেমার মামা লিয়ন মীর, তানভীরে বাবা রুবেল ও মারিয়াম উম্মে আফিয়ার মা বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে লিখিত ৯ দফা দাবিগুলো হলো–

১। আইন অমান্য এবং নিয়ম ভঙ্গ করে কোচিং বাণিজ্যের মাধ্যমে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায়ে মাইলস্টোনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে।

২। মাইলস্টোনসহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।

৩। নিহত পরিবারগুলোকে মাইলস্টোন কর্তৃপক্ষ দ্বারা আর্থিক জরিমানা দিতে হবে।

৪। রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠান নামক কোচিং সেন্টার স্থানান্তর করতে হবে ।

৫। মাইলস্টোনে কোচিং বাণিজ্যের মূল হোতাদের দ্রুত অপসারণ করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

৬। সামাজিক মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী শিক্ষকদের অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে। এছাড়া নিহত পরিবারের সদস্যদের হয়রানি বন্ধে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

৭। ঘটনার প্রকৃত চিত্র জানতে মাইলস্টোন কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করতে হবে।

৮। জনস্বার্থে রিটকারী আইনজীবীর রিট অনুযায়ী সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের রিট বাস্তবায়ন করতে হবে।

৯। এছাড়াও বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনহীন এলাকায় স্থানান্তর করার দাবি জানাচ্ছি।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2