‘নিষিদ্ধ দল নির্বাচন করতে পারবে না, মার্কাও স্থগিত থাকবে’

কোন দল নিষিদ্ধ থাকলে নির্বাচন করতে পারবে না। এবং তাদের মার্কা স্থগিত থাকবে। আর কোনো ফেরারি আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনালেন আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এর ১২ ধারার কিছু পরিবর্তন ও সংশোধন আনা হয়েছে।
এসময় তিনি আরও জানান, নির্বাচন কালীন সময়ে আইনশৃঙ্খলা প্রয়োগকারী হিসেবে পুলিশের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনী থাকবে। কোন প্রার্থী লাভজনক প্রতিষ্ঠানে থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রত্যেক প্রার্থীকে সর্বশেষ বছরের অয়কর রিটার্ন পরিশোধ করতে হবে। প্রার্থী হলফনামায় ভুল তথ্য দিলে নির্বাচিত হলেও তার প্রার্থীতা বা যে প্রতিষ্ঠানের দায়িত্ব থাকবে তদন্ত সাপেক্ষে তা বাতিল করতে পারবে কমিশন।
প্রিজাইডিং অফিসার পরিস্থিতি বুঝে ভোট বন্ধ বা স্থগিত করতে পারবে। সাংবাদিকরা ভোট কেন্দ্রে ভিতরে ঢুকতে পারবেন। তবে প্রিজাইডিং অফিসার এ বিষয়ে নির্দেশনা দেবে। এআই ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ হয় এমন কিছু করা যাবে না। নতুন দলের নিবন্ধন এর জন্য একটি নির্দিষ্ট ফরম নির্ধারণ করা হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: