• NEWS PORTAL

  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কুড়িলে সড়ক অবরোধ প্রত্যাহার

প্রকাশিত: ১৭:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কুড়িলে সড়ক অবরোধ প্রত্যাহার

ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ উঠিয়ে নিয়েছেন। ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে চারটা থেকে কুড়িল-এয়ারপোর্টে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এর আগে, এদিন দুপুর ১১টার পর সড়ক অবরোধ করে তারা। এতে ওই এলাকার উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তাদের দাবি ছিলো— অবিলম্বে বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটের যানবাহন সব আটকে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ সময়, শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ বলেও জানান তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2