• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নানা আয়োজনে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

প্রকাশিত: ১৪:২০, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নানা আয়োজনে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

নানা আয়োজনে উদযাপন হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ (সল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উদযাপনে শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে বের করা হয় জশনে জুলুস। রাসুলের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ ন্যায় ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলার আহ্বান জানান ধর্মীয় নেতারা।

১২ ই রবিউল আউয়াল পবিত্র ইদ ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে আশেকানে গাউছিয়া রাহমানিয়ে মঈনিয়া সাহিদিয়া মাইজভান্ডারিয়া। এতে সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী সবাইকে ফরজের পাশপাশি রাসুলের সুন্নতের উপর বেশি বেশি আমল করার আহ্বান জানান।

পরে একটি শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের হয়ে মৎসভবন, হাইকোর্ট ও প্রেসক্লাব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । 

পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা বের করে বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াতে বিপ্লব। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মিরপুরের মাজার প্রাঙ্গণ থেকে জশনে জুলুছ বের করে আহলা দরবার শরীফ। শাহজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব এতে নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি মিরপুর ও এর আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে আবারো মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে রক্তদান কর্মসুচীর আয়োজন করা হয় আহলা দরবার শরীফের পক্ষ থেকে।
 
 

বিভি/এমআর

মন্তব্য করুন: