• NEWS PORTAL

  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন কীভাবে হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

প্রকাশিত: ১৯:১৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:১৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন কীভাবে হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের স্ব স্ব কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে যথাযথ পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

রবিবার (৭ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে জুলাই শহীদ পরিবার এবং আহতদের জন্য মাসিক ভাতা চালু করা হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেকেই তা প্রতি মাসে যথাসময়ে পেয়ে যাবেন।

তিনি বলেন, জুলাই স্পিরিটকে সামনে রেখে তাদের ত্যাগের যথাযথ মূল্যায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, জুলাই যোদ্ধাদেরকে তাদের স্ব স্ব কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনে জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, আহতদেরকে দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ৭৮ জন জুলাই যোদ্ধাকে উন্নত  চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছে।

সভায় জানানো হয়, এ পর্যন্ত ১২ হাজার ৪৩ জন জুলাই যোদ্ধাকে ১৪৭ কোটি ৯২ লাখ টাকা প্রদান করা হয়েছে।

এ সময়  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: