• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিয়েতে ‘উকিল বাপ’, ইসলামি শরিয়তে কী আছে?

প্রকাশিত: ১৭:০১, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বিয়েতে ‘উকিল বাপ’, ইসলামি শরিয়তে কী আছে?

ইসলাম ধর্মানুসারীদের বিয়েতে একজন উকিল হন। উকিল অর্থ প্রতিনিধি, মুখপাত্র। কনের অভিভাবকের নির্দেশে তার অনুপস্থিতিতে তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব কবুলের জন্য কাউকে প্রতিনিধি নির্ধারণ করলে তাকে শরিয়তের দৃষ্টিতে উকিল বলা হয়।

অনেকেই তাকে উকিল বাপ বলে সম্বোধন করেন। শরিয়তের দৃষ্টিতে উকিল বাপ বলে কিছু নেই। মেয়ের বাবা যতদিন জীবিত আছেন ততদিন তিনিই অভিভাবক। তিনি না থাকলে আত্মীয়দের মধ্যে কে, কীভাবে অভিভাবক হবেন তাও শরিয়তে বলা আছে। তবে এই উকিল কখনোই বাবা হতে পারেন না। অনাত্মীয় কেউ উকিল হওয়ার দ্বারা তার সঙ্গে কোনো ধরনের আত্মীয়তাও তৈরি হয় না।

যদি মেয়ের গায়রে মাহরামদের কাউকে উকিল বানানো হয়; তাহলে তিনি আজীবন গায়রে মাহরামই থাকবেন। উকিল হওয়ার দ্বারা বিধান পরিবর্তিত হবে না। বিয়ে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তার প্রতিনিধিত্বের মেয়াদও শেষ হয়ে যায়।

ইসলামিক আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ইসলামে উকিল বাপ নামক কিছুর অস্তিত্ব নেই।  

তিনি আরও বলেন, মুসলিম নারীদের জন্য তথাকথিত সামাজিকতার দোহাই দিয়ে আজীবন উকিলের সঙ্গে দেখা দেওয়া অকাট্যভাবে হারাম। প্রয়োজন ছাড়া উকিল নির্ধারণের যে রেওয়াজ আছে তাও পরিত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2