ট্রাম্পের ঘনিষ্ট মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তারেক রহমান

ছবি: তারেক রহমান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে তারেক রহমান বলেন, যুক্তরাষ্ট্রের ইউটায় চার্লি কার্কের হত্যার দুঃখজনক ঘটনার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একটি গণতান্ত্রিক সমাজে তাদের রাজনৈতিক বিশ্বাস এবং কর্মকাণ্ডের জন্য কারো সহিংসতার মুখোমুখি হওয়া উচিত নয়। মানুষের ধর্ম, মতাদর্শ, দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, এমন ন্যক্কারজনকভাবে কারো প্রাণনাশ কাঙ্ক্ষিত নয়।
এই হামলার তীব্র নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিহতের পরিবার ও স্বজনদের সহানুভূতি জানিয়েছেন তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: