• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রয়াত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ

প্রকাশিত: ১৫:১০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রয়াত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ

এসটিভির নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাড়িয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) তার পরিবারের সঙ্গে দেখা করার তথ্য জানিয়ে ডাকসুর জিএস ফরহাদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘চার বছরের ছোট্ট আয়াত আমাকে বলেছে— আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো। অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।’

তিনি জানান, পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে নিহত সাংবাদিকের দুই সন্তানের খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি সবসময় শিবলী পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করেছেন তিনি।

ফরহাদ বলেন, ‘বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেন চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, চার বছর বয়সী ছেলে আয়াত ও দেড় বছরের মেয়ে আজমীনকে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: