• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলার-সাংবাদিকরা

প্রকাশিত: ১৭:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩৮, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলার-সাংবাদিকরা

তিন দিন ধরে হোটেলবন্দী থাকার পর অবশেষে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় নামেন খেলোয়াড় ও কর্মকর্তারা। এরা সকলেই কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেলে অবস্থান করছিলেন।

জানা যায়, একই ফ্লাইটে ফিরেছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর আগে নেপাল ছাড়ার তথ্য জানিয়েছিল।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিলো। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।

উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটে বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: