‘সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েজবোর্ড, নো মিডিয়া নীতি বাস্তবায়ন জরুরি’

ছবি: শফিকুল আলম
সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েজবোর্ড, নো মিডিয়া নীতি বাস্তবায়ন জরুরি, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যম মালিকদের লাইসেন্স নেওয়ার আগে উল্লেখযোগ্য টাকা প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় বরাদ্দ রাখা জরুরি। নূন্যতম মজুরি ৩৫ হাজার টাকা করার ব্যাপারেও মত দেন শফিকুল আলম।
এছাড়া সাংবাদিকতায় যারা কাজ করবেন তাদের যোগ্যতার বিকল্প নেই। নইলে গুজবে দেশে সহিংসতা বাড়বে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠান মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত না। সাংবাদিক সুরক্ষা আইন আগামীতে খাত সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা করবে বলেও জানান তিনি। কোনো সাংবাদিক প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া ঝুঁকিপূর্ণ কাজে গিয়ে আহত বা নিহত হলে মালিকপক্ষকে আইনের মুখোমুখি করা হবে।
বিভি/এআই
মন্তব্য করুন: