• NEWS PORTAL

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তখন আমরা প্রাণী রক্ষা নিয়ে আলোচনা করছি: তারেক রহমান

প্রকাশিত: ২১:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২৩:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তখন আমরা প্রাণী রক্ষা নিয়ে আলোচনা করছি: তারেক রহমান

ছবি: তারেক রহমান

রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তখন আমরা প্রাণী রক্ষা নিয়ে আলোচনা করছি- এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র এবং শুদ্ধাচার বিদ্যমান থাকলে রাষ্ট্র বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে।

শনিবার ( ১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনিমেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রাণী ও প্রানের মিলন মেলা অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার সুযোগ হলে পশু-পাখি সংরক্ষণে সময়োপযোগী আইন করা হবে। দেড় দশকের বেশি সময় ধরে একজন মানুষ নাগরিক হিসেবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে, অনেকে মনে অসহিষ্ঞু হয়ে উঠেছে।

এই অসহিষ্ঞুতা কাটিয়ে উঠতে হলে, মানুষ হিসেবে রাষ্ট্র ও সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা গেলে সকল প্রাণীর নিরাপত্তাও নিশ্চিত করা যাবে।

বিভি/এআই

মন্তব্য করুন: