তাপমাত্রা বৃদ্ধির প্রভাব
বছরে আড়াই কোটি কর্মদিবস নষ্ট, ক্ষতি ২১ হাজার কোটি টাকা

তাপমাত্রা বেড়ে যাওয়ায় ২০২৪ সালে দেশের মানুষের আড়াই কোটি কর্মদিবস নষ্ট হয়েছে, যাতে আর্থিক ক্ষতির পরিমাণ ২১ হাজার কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদনে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গরমের প্রভাবের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। গরমের তীব্রতায় শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত সমস্যায় আড়াই কোটি কর্মদিবস নষ্ট হয়েছে।
গত বছরের এপ্রিলে ৫০ বছরের মধ্যে সর্বাচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাংলাদেশে। ১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে তাপমাত্রা এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধির দিক দিয়ে ঢাকাকে বিশ্বের ‘হটস্পট’ বা ‘হট আইল্যান্ড’ বলে উল্লেখ করে সংস্থাটি।
ঢাকার তাপমাত্রা বৃদ্ধির জন্য সরাসরি রাজউককে দায়ী করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, তাপমাত্রা বৃদ্ধির জন্য ক্লাইমেট চেঞ্জ দায়ী। এ অবস্থায় যেসব দেশ কার্বন নিঃসরণ বেশি করছে তাদের জরিমানার আওতায় আনা জরুরি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: