জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন বদ্ধপরিকর: আলী রীয়াজ

আগামী ২১ সেপ্টেম্বরের আগে অথবা ২ অক্টোবরের পরে জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এ কথা জানান তিনি।
ড. আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। রাষ্ট্র সংস্কারে সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট সাংবিধানিক আদেশ এর পরামর্শ এসেছে।
তবে, সরকারকে একাধিক পরামর্শ দিলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে বলেও ড. আলী রীয়াজ জানিয়েছেন। সংস্কারের খসড়ায় তথ্যগত ত্রুটি থাকলে সেটিও সংশোধন বা পরিবর্তন করতে প্রস্তুত কমিশন। তবুও জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন বদ্ধপরিকর বলে জানান ড. আলী রীয়াজ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: