আরও পাঁচ দেশে সাইফুজ্জামানের সম্পদের খোঁজ মিলেছে, ২৩ বস্তা নথি জব্দ

ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ আরও পাঁচ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিকে, চট্টগ্রামের কর্ণফুলীতে রাতভর অভিযান চালিয়ে সাবেক এই মন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশীর বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুদক। রিমান্ডে সাইফুজ্জামান চৌধুরীর দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব নথি জব্দ করা হয়। আভিযানের নেতৃত্ব দিয়েছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান।
তিনি জানান, বিদেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্স, বাড়ি ভাড়ার ভাউচারহ বিভিন্ন ধরণের তথ্য পেয়েছেন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য আছে এসব নথিতে।
এর আগে বুধবার রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত উৎপল পালকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য পায় দুদক।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: