• NEWS PORTAL

  • রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

দলগুলোই সিদ্ধান্ত নেবে, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন: প্রেস সচিব

প্রকাশিত: ১৫:১১, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১১, ২১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দলগুলোই সিদ্ধান্ত নেবে, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন: প্রেস সচিব

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলেও মনে করেন তিনি।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশন এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬ শতাংশ মানুষ। পিআর চায় ২১.৮ শতাংশ এবং চায় না ২২.২ শতাংশ। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন।

জরিপে অংশ নেওয়া ৬৯.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2