• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

‘ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট ও তাদের মিত্ররা ভোটের আগে দেশে অস্থিরতার চেষ্টা করছে’

প্রকাশিত: ০৯:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৯:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট ও তাদের মিত্ররা ভোটের আগে দেশে অস্থিরতার চেষ্টা করছে’

ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট ও তাদের মিত্ররা ভোটের আগে দেশে অস্থিরতার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। চুরি করা সম্পদ দিয়ে তারা অপপ্রচারে অর্থায়ন করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। জবাবে মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন ও সংষ্কারে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনব্যক্ত করেন। শীর্ষ পর্যায়ের মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধিদলের কাছেও প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে। 

নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাত করেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন, সংস্কার কার্যক্রম ও রোহিঙ্গা সংকট নিয়ে মহাসচিবকে অবহিত করে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠী ও তাদের মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা। নির্বাচন-সংষ্কারসহ গণতান্ত্রিক উত্তরণে অন্তবর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব।

এর আগে শীর্ষ পর্যায়ের মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডির নেতৃত্বে এই প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে। আর নির্বাচন যাতে কখনও না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কিছু শক্তি। আগামী কয়েক মাসকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. ইউনূস বলেন, তারা কার জন্য কাজ করছে, সরকার তা জানে না। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভেতরে বাইরে। এরা ভালোভাবে প্রস্তুত—এটা বিপজ্জনক বলেও  মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মানবাধিকার রক্ষায় নিরাপত্তা খাতের সংষ্কারের উপর গুরুত্বারোপ করেন প্রতিনিধি দলের সদস্যরা। 

এছাড়া নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জাতিসংঘের সহকারী মহাসচিব, স্বল্পোন্নত, উন্নয়নশীল ল্যান্ডলক এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতিনিধি রাবাব ফাতিমা। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রুশসেল ও জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্রান্ডি, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2