• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

দেশে ৮ মাসে প্রায় ৪০০ কন্যা শিশু ধর্ষণের শিকার

প্রকাশিত: ২০:৩৪, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দেশে ৮ মাসে প্রায় ৪০০ কন্যা শিশু ধর্ষণের শিকার

ছবি: সংগৃহীত

প্রতিদিনই নারীর প্রতি সহিংস আচরণের ঘটনা সামনে আসছে। সেই তালিকায় ভুক্তভোগী কন্যা শিশুদের সংখ্যাও রীতিমতো আশঙ্কাজনক। দেশে গত আট মাসে প্রায় চারশত কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। পাশাপাশি আরও কয়েকশ কন্যাশিশু নিপীড়ন ও যৌন হয়রানির শিকার হয়েছে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

শনিবার (৪ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবে কন্যাশিশুদের বিরুদ্ধে নীপিড়ন সংক্রান্ত এই প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।

প্রতিবেদনে গত ৮ মাসে ৭০টি সংবাদমাধ্যমের তথ্য বিশ্লেষণ করা হয়। তাতে উঠে আসে, জানুয়ারি থেকে আগস্টের মধ্যে ১৮ বছরের কম বয়সী প্রায় ৪০০ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। আর নিপীড়ন ও হেনস্তার শিকার হয়ে ১০৪ জন আত্মহনন করেছে। এছাড়া, বহু কন্যা শিশু যৌন নিপীড়ন ও মানবপাচারের শিকার হয়েছে।

ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, কমিশনে নারীর অধিকার নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে নারীর অধিকার প্রতিষ্ঠা প্রশ্নের মুখেই রয়ে গেছে।

এ বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগ সরকার কৌশলে বাল্যবিবাহের সংজ্ঞাও পরিবর্তন করেছে। এর ফলে বাল্যবিবাহ বন্ধে টেকসই কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

বক্তারা বলেন, নারীর প্রতি সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে সভ্য ও উন্নত সমাজ গঠন কঠিন। এক্ষেত্রে সবার আগে সরকারকেই এগিয়ে আসতে হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2