• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা

প্রকাশিত: ২১:৫৫, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৫৬, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা

ছবি: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 

গতকাল শুক্রবার (৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত হুকার রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানান। নিরাপত্তা উপদেষ্টা জাতিসংঘে আয়োজিত আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

পৃথক বৈঠকে প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন খলিলুর রহমান।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে সম্প্রতি সম্পন্ন শুল্ক আলোচনা-সংক্রান্ত অগ্রগতি নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয় আলোচনা হয়। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য ঘাটতি আরও হ্রাস পেলে শুল্ক কমানোর বিষয়ে বিবেচনা করার অনুরোধ জানান। মি. লিঞ্চ বলেন, শুল্ক চুক্তি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এবং বাণিজ্য ঘাটতি কমে এলে বিষয়টি পূর্ণ বিবেচনা করা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2