• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

আগের তুলনায় আ. লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৯:৪০, ৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আগের তুলনায় আ. লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, দেশে আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে।

আজ বুধবার (৮ অক্টোবর) বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরে নতুন ২০টি গাড়ি হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একবার মিছিল থেকে ২৪৪ জনকে হাতেনাতে ধরা হয়েছিলো। তারপর থেকে সংখ্যাটা অনেক কমে এসেছে। সবার সহযোগিতা পেলে আরও কমে আসবে। আরেকটি কথা—জনগণ নির্বাচনমুখী হলে দেশে অপরাধ কমে আসবে।

তিনি আরও বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। নির্বাচনে ইলেকশন কমিশনকে (ইসি) বেশি কাজ করতে হয়, তারপর প্রশাসন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর নির্বাচন করবে যারা, সেই রাজনৈতিক দলগুলো। নির্বাচনে সবাই সহযোগিতা করলে ভালো নির্বাচন হবে। সবচেয়ে বড় ‘স্টেকহোল্ডার’ হলো জনগণ। তারা নির্বাচনমুখী হলে কোনো কিছুই সেটি আটকাতে পারবে না।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা বহুদিনের। তাই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০টি গাড়ি ক্রয় করেছে। এর মধ্যে আজ ২০টি গাড়ি ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2