• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

প্রকাশিত: ০০:২২, ৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন তিনি। এরপর জিয়ার মাজারে পৌঁছে সেখানে দোয়া করেন খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জেয়ারতে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মাজারে গিয়ে গাড়ির মধ্যে থেকেই কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করবেন খালেদা জিয়া।

আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া রাত ১১টার দিকে মাজারে এসে কোরআন তেলাওয়াত করেন। এরপর রাত ১১টা ১৫মিনিটের দিকে তিনি বাসভবন গুলশানের ফিরোজায় ফিরে যান।

জানা গেছে, ২০১৮ সালের কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন খালেদা জিয়া।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2