• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার ভোরেই দেশে ফিরতে পারেন শহিদুল আলম

প্রকাশিত: ২২:০৩, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
শনিবার ভোরেই দেশে ফিরতে পারেন শহিদুল আলম

দুদিন বন্দী থাকার পর ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। এবার তার বাংলাদেশে ফেরার তারিখ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টার দিকে দেশে আসবেন তিনি।

ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল আলম আগামীকাল ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় আসবেন বলে আশা করা যাচ্ছে। তিনি স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল পৌঁছেছেন। যেখানে তাকে অভ্যর্থনা জানান ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকায় ফেরার ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2