• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সেনাবাহিনীর গ্রেফতারের ক্ষমতা নেই, এই ক্ষমতা পুলিশের: চিফ প্রসিকিউটর

প্রকাশিত: ২১:১০, ১৩ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩৫, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সেনাবাহিনীর গ্রেফতারের ক্ষমতা নেই, এই ক্ষমতা পুলিশের: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর গ্রেফতারের ক্ষমতা নেই, আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানা তামিল করবে পুলিশ।

তিনি আরও বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার বললে, আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়।'

সোমবার (১৩ অক্টোবর) বিকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে আইসিটি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তাজুল ইসলাম।

সেনাবাহিনী তাদের ১৫ কর্মকর্তাকে গ্রেফতার করতে পারে কি না—এর উত্তরে তিনি 'না' বলেন এবং ব্যাখ্যা করেন, 'শুধু আইন-শৃঙ্খলা বাহিনীই কাউকে গ্রেফতার করতে পারে। ডেফিনেটলি আইন-শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ।'

'আর্মির গ্রেফতারের ক্ষমতা নেই' উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, 'এটা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আদেশ পালনের (সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা) ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারকে অবহিত করা হয়েছে। তারা গ্রেফতার করবেন না। অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ গ্রেফতারি পরোয়ানা তামিল করতে যাবে, তারা অবহিত থাকলে সাহায্য করতে পারবেন।'

আজ দ্বিতীয় দিনের মতো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে।

চিফ প্রসিকিউটর বলেন, '১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ও ফৌজদারি কার্যবিধিতে স্পষ্টভাবে বলা আছে, গ্রেফতারের পর ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে। এরপর আদালত সিদ্ধান্ত নেবে, তাকে কোথায় রাখা হবে।'

ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেটের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তাজুল ইসলাম বলেন, 'কারাগার শব্দটি কেন্দ্রীয় কারাগার, জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্যদের হোস্টেল, কিংবা সরকার যেকোনো স্থানকে কারাগার হিসেবে ঘোষণা করলে সেটিকেও বোঝাতে পারে।'

'যদি সরকার কোনো স্থানকে কারাগার হিসেবে ঘোষণা করে, তাহলে সেখানে যেকোনো অভিযুক্তকে পাঠানো যেতে পারে এবং সেটি আইনি অর্থে কারাগার হিসেবেই বিবেচিত হবে। এটি প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচনার বিষয় নয়,' যোগ করেন তিনি।

"আমাদের প্রধান উদ্বেগ হলো—সবকিছু আইনের আওতায় হতে হবে। কাউকে গ্রেফতার করা হলে, তাকে অবশ্যই গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে," যোগ করেন তাজুল ইসলাম।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2