• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে জাহাজে চট্টগ্রাম বন্দরে এলো ৫৭ হাজার টন গম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:০২, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:০৩, ২৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে জাহাজে চট্টগ্রাম বন্দরে এলো ৫৭ হাজার টন গম

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমভি নর্স স্ট্রাইড’ নামে একটি জাহাজ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে সরকার প্রথমবারের মতো জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে।

এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নর্স স্ট্রাইড’ নামক জাহাজটি আজ শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। 

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর  উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। মান খারাপ না হলে দ্রুত খালাসের অনুমতি দেয়ার কথা বললেন, উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র এর উপ পরিচালক ড. মুহাম্মদ শাহ আলম।

জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেন সীজ লিমিটেড এর প্রধান নির্বাহী মো: আলী আকবর জানান, দরকারি আনুষ্ঠানিকতা সেরে কাল রোববার বিকেল থেকে বন্দরের বর্হিনোঙ্গরে জাহাজের গম খালাস কার্যক্রম শুরু হবে। জাহাজে থাকা ৫৬ হাজার ৯৫৯ টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন চট্টগ্রামে এবং বাকি ২২ হাজার ৭৮৯ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

এদিকে বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সময় বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। শুল্ক থেকে বাঁচতে মার্কিন আমদানির পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার ও কমানো এবং সে থেকে আমদানির বাড়ানোর পথে হাঁটে অন্তর্বর্তী সরকার।

যুক্তরাষ্ট্রের সম্পূরক শুল্কের চাপ সামাল দেওয়ার চেষ্টার মধ্যে জুলাই মাসে দেশটি থেকে বছরে ৭ লাখ টন গম আমদানির জন্য সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। ঢাকায় এ সমঝোতা চুক্তি স্বাক্ষরের তথ্য দিয়ে তখন খাদ্য মন্ত্রণালয় বলেছিল, দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ সমঝোতা হয়েছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2