‘বন্দর ব্যবস্থাপনা নিয়ে কিছু না করলে মানুষ বলবে সরকার কিছুই করেনি’
ফাইল ছবি
নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক সরকার আসলে দেরি হবে, এজন্য বেসরকারি ব্যবস্থাপনায় বন্দর দিতে তাড়াহুড়া করছেন তারা।
আগামী ডিসেম্বরের মধ্যেই বন্দর বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার বিষয়টি চুড়ান্ত হতে পারে বলে জানান তিনি। বলেন, বন্দর তো কাউকে দিয়ে দেওয়া হচ্ছে না। এটা অপারেশন করতে দেওয়া হচ্ছে।
গত ৫ বছর ধরে এ নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ধাপ দেখা হচ্ছে। বিশ্বের কোনো সরকারই ব্যবসা করে না জানিয়ে তিনি বলেন, বন্দর বা অন্যকিছু নিয়ে সরকার তো ব্যবসা করতে পারে না। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চান না তিনি। সময় হলে সবকিছু খোলাসা করা হবে।
উপদেষ্টা বলেন, বন্দর ব্যবস্থাপনা নিয়ে কিছু না করলে মানুষ বলবে সরকার কিছুই করেনি। ক্রেডিট নিতেই বন্দর নিয়ে তাড়াহুড়োর কথা জানান। গত ১৭ বছরে আওয়ামী সরকার এ ব্যাপারে কিছুই করেনি অভিযোগ করে উপদেষ্টা বলেন, তারা একটি ব্যাংক থেকেই ১৭ হাজার কোটি টাকা লোপাট করেছে। রাজধানী বিআইআইএসএস অডিটোরিয়ামে সমুদ্র অর্থনীতি নিয়ে আয়োজিত সেমিনারে এসব বলেন তিনি।
বিভি/এসজি




মন্তব্য করুন: