• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

কেন ‘শাপলা কলি’, ইসি সচিবের ব্যাখ্যা 

প্রকাশিত: ২০:০৮, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
কেন ‘শাপলা কলি’, ইসি সচিবের ব্যাখ্যা 

ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ প্রতীকের তালিকা সংশোধন করে এতে ‘শাপলা কলি’ যুক্ত করার ব্যাখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে ইসির প্রথম আন্তঃমন্ত্রণালয় সভার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ইসি সচিব বলেন, তফসিল সংশোধন করা হয়েছে। কিছু প্রতীক নিয়ে আপত্তি ছিল। শাপলা কলি রাখা যেতে পারে বলে মনে করেছে ইসি, কোনো দলের চাহিদার প্রেক্ষিতে নয়। কমিশন কোন বিবেচনায় শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে, সেটি ইসির এখতিয়ার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক চূড়ান্ত করে গত সেপ্টেম্বরের শেষে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক রাখা হয়নি। পাশাপাশি স্থগিত রাখা হয়েছিল আওয়ামী লীগের নৌকা প্রতীক। আর জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে।

তবে প্রতীক হিসেবে শাপলা পেতে বরাবরই অনড় অবস্থানে থাকার কথা জানিয়েছে এনসিপি। বৃহস্পতিবার প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ১১৯টি প্রতীক রাখা হয়েছে।

অবশ্য কমিশনের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এনসিপি। বৃহস্পতিবার দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, প্রতীক হিসেবে শাপলাই তাদের পছন্দ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2