ভারতের ঘটনা বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
 
								
													ভারতের একটি ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাংলাফ্যাক্ট জানায়, এটি বাংলাদেশের ঘটনা নয়। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জুনপুটের গোপালপুর সমুদ্র উপকূলে ঝাউবনের ভেতর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওটি বাংলাদেশের ঘটনা হিসেবে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্টের অনুসন্ধান দল।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, পাশাপাশি বাংলাদেশের কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি থেকে বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোর বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে যাচাই করা তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
বিভি/এসজি
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: