• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

কার্তিকের বৃষ্টিতে ডুবলো ঢাকা, জলাবদ্ধতায় দুর্ভোগ

প্রকাশিত: ২২:২২, ১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কার্তিকের বৃষ্টিতে ডুবলো ঢাকা, জলাবদ্ধতায় দুর্ভোগ

ছবি: সংগৃহীত

কার্তিক মাসের মধ্যভাগে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার আগে ঢাকার আকাশ মেঘে ঢেকে নেমে আসে ঘোর অন্ধকার। পরে দীর্ঘ সময় ধরে ঝরে বৃষ্টি। আর কার্তিকের এই বৃষ্টিতে  ঢাকার বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি যানবাহনে ধীরগতিও দেখা দিয়েছে।

শনিবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, রাজধানী ঢাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে, বৃষ্টির পর সন্ধ্যায় ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, মোহাম্মদপুর, ইসিবি, কালশীসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও ধীরে ধীরে পানি নেমে যেতে শুরু করেছে। এ ছাড়া বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যানবাহনগুলো চলছে ধীরগতিতে ।

রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল হয়ে বাড্ডা এলাকায় আসা বেসরকারি চাকরিজীবী এরশাদ আলী গণমাধ্যমকে বলেন, অফিস শেষ করে প্রথমে বৃষ্টিতে আটকা ছিলাম, পরে যখন বের হয়েছি তখন দেখি সড়কগুলোতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। পরে রাইড শেয়ারিংয়ের বাইকে আসার সময় দেখলাম হাতিরঝিলের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। জলাবদ্ধতার কারণে যানবাহনগুলোতেও ধীরগতি সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সাধারণ মানুষ খুব ভোগান্তিতে পড়ে গেছে।

বারিধারা এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জানিয়ে আরেক চাকরিজীবী সাদিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অন্য সড়কের পাশাপাশি বারিধারার মতো অভিজাত এলাকার ভেতরেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষকে প্যান্ট গুটিয়ে, জুতা হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে।

এদিকে, সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2