• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

৪ বার ধর্ষণ করেছে পুলিশ সদস্য, হাতের তালুতে লিখে গেলেন নারী চিকিৎসক

প্রকাশিত: ১৯:২৩, ২৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৩৭, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৪ বার ধর্ষণ করেছে পুলিশ সদস্য, হাতের তালুতে লিখে গেলেন নারী চিকিৎসক

হাতে লেখা সুইসাইড নোট ও অভিযুক্ত পুলিশ সদস্য।

হাতের তালুতে লেখা সুইসাইড নোট। সেই নোটের লাইনে লাইনে বিস্ফোরক অভিযোগ। ধর্ষণ করেছে পুলিশ এমনই বিস্ফোরক অভিযোগ এনে আত্মহত্যা করেছেন এক নারী চিকিৎসক। ওই নারী চিকিৎসকের হাতে লেখা সুইসাইড নোটে তার স্পষ্ট অভিযোগ, "৪ বার ধর্ষণ করেছে পুলিশ!" মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। 

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে মহারাষ্ট্রের সাতারার একটি জেলা হাসপাতালে কর্মরত ওই নারী চিকিৎসক হোটেলের রুমে আত্মঘাতী হন। তার অভিযোগ, ৫ মাসে ৪ বার তাকে ধর্ষণ করেন সাব-ইনসপেকটর গোপাল বাদনে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত এসআই গোপাল বাদনেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বাম হাতের তালুতে লেখা সুইসাইড নোটে নির্যাতিতা অভিযোগ করেছেন, এসআই গোপাল বাদনে তাঁকে ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। ক্রমাগত হয়রানির কারণেই তিনি বাধ্য হচ্ছেন আত্মহত্যা করতে। এসআই গোপাল বাদনের পাশাপাশি আরেক পুলিস অফিসার প্রশান্ত বাঙ্কারের বিরুদ্ধেও মানসিক হয়রানির অভিযোগ করেছেন নির্যাতিতা। বাম হাতের তালুতে লেখা সুইসাইড নোটে নির্যাতিতা লিখেছেন,"পুলিশ ইনসপেকটর গোপাল বাদনেই আমার মৃত্যুর কারণ। সে আমাকে চারবার ধর্ষণ করেছে। পাঁচ মাসেরও বেশি সময় ধরে সে আমাকে ধর্ষণ, মানসিক ও শারীরিক নির্যাতন করেছে।" 

প্রসঙ্গত,  ফালতান মহকুমা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ওই নারী চিকিৎসক গত ১৯ জুন ফালতানের মহকুমা অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি)-কে লেখা একটি চিঠিতেও একই অভিযোগ করেছিলেন। আত্মহত্যার কয়েক মাস আগে ডিএসপির কাছে লেখা চিঠিতে ওই নারী চিকিৎসক এসআই গোপাল বাদনে, সাবডিভিশনাল পুলিশ ইনসপেকটর পাতিল এবং সহকারী পুলিশ ইনসপেকটর লাডপুত্রের নামে হয়রানির অভিযোগ এনেছিলেন। 

তিনি লিখেছিলেন, তিনি চরম চাপের মধ্যে আছেন। তাই এই গুরুতর বিষয়টি অবিলম্বে তদন্ত করে দোষী পুলিশকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছেন। 

সূত্রের খবর, এখন ওই নারী চিকিৎসক আত্মঘাতী হতেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নির্দেশেই বরখাস্ত করা হয়েছে বাদনেকে। ওদিকে এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। বিরোধী কংগ্রেস তোপ দেগেছে ক্ষমতাসীন মহাযুতি সরকারের বিরুদ্ধে। পালটা পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছে ক্ষমতাসীন মহাযুতি সরকারের জোটসঙ্গী বিজেপি। আসরে নেমেছে মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনও। সূত্র: জিনিউজ

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2