ভারতকে এখনও চিঠি পাঠানো হয়নি, প্রস্তুত হচ্ছে: পররাষ্ট উপদেষ্টা
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি, তবে চিঠি প্রস্তুত হচ্ছে, অনানুষ্ঠানিক আলাপে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নিজ অফিস থেকে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এ তথ্য জানান।
তৌহিদ হোসেন জানান, শিগগিরই চিঠি পাঠানো হতে পারে। তবে, রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু একটি নোট ভার্বালে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে ভারতকে।
এর আগে, সোমবার পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: