বিদেশিদের হাতে বন্দর-করিডোর প্রদানের তৎপরতার অভিযোগে মশাল মিছিল
বিদেশীদের হাতে বন্দর-করিডোর প্রদানের তৎপরতার অভিযোগ তুলে রাজধানীতে মশাল মিছিল করেছে এনডিএফ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) মিছিলটি গুলিস্তান থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন এনডিএফের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম জাহাঙ্গীর হোসেন ও সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
মিছিলে ট্রেড ইউনিয়ন সংঘ, কৃষক সংগ্রাম সমিতি, নৌযান শ্রমিক ফেডারেশন, হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, গণতান্ত্রিক মহিলা সমিতি, জাতীয় ছাত্রদল, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন এবং সিএনজি চালক সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও বন্দর পরিচালনা ও নির্মাণের চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: