• NEWS PORTAL

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

১২ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ

প্রকাশিত: ০৯:২৫, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১২ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ

বিএনপি-জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১২টি রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ আজ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি- বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের-এনডিএম প্রতিনিধিদের সঙ্গে আলাপ করবে কমিশন।

দুপুর ২টার পর দ্বিতীয় সেশনে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ-জিওপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী; এই ছয় দলের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবে ইসি।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী রাজনৈতিক দলের নির্বাচনী বিধিমালা চূড়ান্ত করার পর এই সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2