• NEWS PORTAL

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

তিন মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট বাতিল!

প্রকাশিত: ১৬:৩৫, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তিন মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট বাতিল!

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিভাগের দুমকি উপজেলার তিন বেসামরিক বাহিনীর গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে ১৩ নভেম্বর, ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন,২০২২–এর ধারা অনুযায়ী যাচাই-বাছাই শেষে এসব গেজেট বাতিল করা হয়েছে। তালিকায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার তিন জনের নাম রয়েছে। তারা হলেন, গেজেট নং ৫৭০ মো. মোক্তার আলী, গেজেট নং ৪৭২ সন্তোষ কুমার ঘোষাল, গেজেট নং ৪৭৫ মো. আশ্রাব আলী।

সরকারি আদেশে উল্লেখ করা হয়, বাতিল হওয়া গেজেটগুলো সংশ্লিষ্ট ডিজিটাল ও মুদ্রিত গেজেট থেকে অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অভিযোগ উঠায় জামুকা স্তরে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যাচাই কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে আরও পর্যায়ক্রমিক পদক্ষেপ চলমান রয়েছে। 

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গেজেট বাতিল একটি নিয়মিত প্রক্রিয়া। সঠিক ইতিহাস সংরক্ষণ ও ভুয়া সনদ ছাঁটাইয়ের লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2