• NEWS PORTAL

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে পুরান ঢাকার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ইশরাক হোসেন

প্রকাশিত: ১৭:০৫, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিকম্পে পুরান ঢাকার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ইশরাক হোসেন

৫.৭ মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠলো সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) দিনের শুরুতে ভয়াবহ এ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব এলাকায়। রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে ৩ জন নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। 

শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোও পরিদর্শন করেন। এসময় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, মানুষের জীবনের থেকে সহায়-সম্পত্তি বা অন্যকিছু তো মূল্যবান হতে পারে না। আমাদের এ শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করে যাবো। এতে সরকারকেও এগিয়ে আসতে হবে।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, আমরা যারা বসবাস করি তারা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা বসবাস করছি। ইতিপূর্বে এখানে অগ্নিকাণ্ডের সময়ও বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় জনগণ।

সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আমি মনে করি যে এখানে কেন্দ্রীয়ভাবে সরকারের একটা উদ্যোগ নিতে হবে। এই পুরান ঢাকার প্রত্যেকটি ভবন চিহ্নিত করে এগুলোকে পুনর্নিমাণ করা ছাড়া আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। এখানে বেশিরভাগ ভবন একেবারে পাশাপাশি। দেয়াল একটার সাথে আরেকটা লাগানো। 

পুরান ঢাকাকে ভবিষ্যত বিপদের হাত থেকে রক্ষা করতে তিনি বলেন, এই মাত্রায় ভূমিকম্প হলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারে। ভূমিকম্পে অন্যান্য এলাকার চেয়ে পুরান ঢাকার ক্ষতির ঝুঁকি সবচেয়ে বেশি। তাই আগামী দিনের সরকারকে এদিকে বেশি মনোযোগ দিতে হবে। আমরাও আমাদের জায়গা থেকে এসব নিয়ে কাজ করে যাবো।

বিএনপির এই নেতা আরও বলেন, এলাকাটাকেই যদি পুনর্নির্মাণের প্রয়োজন হয় সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। আইনি জটিলতা বা বিভিন্ন জটিলতার কারণে অতীতে দেখা গিয়েছে কাজগুলো করা সম্ভব হয়নি। মানুষের জীবনের থেকে সহায়-সম্পত্তি বা অন্যকিছু তো মূল্যবান হতে পারে না। তাই এখানকার যারা ভবন মালিক রয়েছেন, তাদেরকও আমরা সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাবো। সর্বোপরি আমাদের শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবে আমাদের কাজ করতে হবে।

এর আগে সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে ৩ জন নিহত হন। যার মধ্যে একজন শিশু, একজন মেডিকেল শিক্ষার্থী ও একজন রিকশাচালক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2