• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

শুধু তত্ত্বাবধায়ক সরকারই যথেষ্ট নয়, দায়িত্বশীল আচরণও প্রাসঙ্গিক

নাবিল জাহাঙ্গীর

প্রকাশিত: ০৯:০৪, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:৫৯, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শুধু তত্ত্বাবধায়ক সরকারই যথেষ্ট নয়, দায়িত্বশীল আচরণও প্রাসঙ্গিক

জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া বদলে যাবে, তবে এর সাথে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরোধ তৈরি হবে না বলে মনে করেন রাজনীতিবিদরা। নির্বাচনকালীন নির্দলীয় সরকারকে যুগোপযোগী করতে এই সংস্কার প্রয়োজন বলেই মত তাদের।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের দেওয়া আদেশে সংবিধানে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা কার্যকর হবে ১৪তম সংসদ নির্বাচন থেকে। সে অনুযায়ী ১৯৯৬ সালের সংবিধান আইনে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, যার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি।

এদিকে, জুলাই সনদে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রশ্নে বেশ কিছু বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। সেইসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ায় পরিবর্তনের কথাও আলোচিত। 

অভিজ্ঞতা দৃষ্টে রয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে আরও কার্যকর করতে নির্বাচনকালীন সরকার গঠন প্রক্রিয়ার পরিবর্তনের তাগিদও।  

সংশ্লিষ্টরা বলছেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারই যথেষ্ট নয়, এর জন্য রাজনৈতিক সদিচ্ছা, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল আচরণও প্রাসঙ্গিক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2