• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে আহতদের সহায়তার আশ্বাস, লাগবে চিকিৎসকের সুপারিশ

প্রকাশিত: ০৯:৫৭, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিকম্পে আহতদের সহায়তার আশ্বাস, লাগবে চিকিৎসকের সুপারিশ

ফাইল ছবি

রাজধানী ঢাকায় ভূমিকম্পে আহত ব্যক্তিদের চিকিৎসাবাবদ সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এক্ষেত্রে লাগবে চিকিৎসকের সুপারিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় বসবাসরত বা ঢাকায় কাজে আসা এবং ভূমিকম্পের সময় দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা এই সরকারি সহায়তা পাবেন। তবে সহায়তা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ থাকা বাধ্যতামূলক।

আহত ব্যক্তি নিজে বা তার পক্ষে হাসপাতালের পরিচর্যাকারী কিংবা নিকটাত্মীয় ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে এই সহায়তা গ্রহণ করতে পারবেন। জেলা প্রশাসন জানিয়েছে, এ জন্য নির্ধারিত যোগাযোগের নম্বর হলো: +৮৮০১৭০০৭১৬৬৭৮।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যে ভূমিকম্পে আহত রোগী বা তাদের স্বজনদের কাছে এই তথ্যটি পৌঁছে দিতে হবে, যাতে তারা প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2