• NEWS PORTAL

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যচুক্তি

প্রকাশিত: ২১:১৫, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:১৬, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যচুক্তি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর উপস্থিতিতে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (জেলা ও দায়রা জজ) মো. আমিরুল ইসলাম এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

চুক্তির আওতায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল (যুগ্ম জেলা জজ) মুহাম্মদ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) এস, এম, শরিয়ত উল্লাহ, সহকারী মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী, হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ আমিনুল ইসলাম সুমন, সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) তানভীর মাহতাব আহমেদ খান, এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ জুনায়েদ হাসান সহ প্রমুখ।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2