রাজধানী ও নরসিংদীতে আবারও ভূমিকম্প
রাজধানী ও নরসিংদীসহ আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টা ১৫ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩ দশমিক ৬। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে। ভূ-পৃষ্ট থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে বুধবার (২৬ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে বঙ্গোপসাগরে এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বঙ্গোপসাগর এলাকায় উদ্ভব এ ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠে দেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের টেকনাফ।
বিভি/টিটি




মন্তব্য করুন: