আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা
পাটশিল্পে অতীতে যে ভুল হয়েছে, বস্ত্রখাতে সেই ভুল করা যাবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সরকারের সব সিদ্ধান্ত হবে বাস্তবতা বিবেচনায়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত ‘রেজিলিয়েন্স অ্যান্ড রিইনভেনশন: ক্রিয়েটিং স্কিল্ড প্রফেশনালস ফর টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর অব বাংলাদেশ’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের বস্ত্রখাত অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এ খাতে ১০০ বিলিয়ন ডলার রফতানি অর্জন করার লক্ষ্য রয়েছে। সেটি পূরণে শিল্প-একাডেমিয়া-নীতি সহায়তার সমন্বয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পলিথিনের ব্যবহার কমিয়ে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর জন্য বেশকয়েকটি উদ্যোগ নিয়েছে সরকার। যদিও পলিথিন শিল্পের তুলনায় এ উদ্যোগ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
এসময় ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, কেন বাড়ানো হয়েছে, সেটি নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করবে মন্ত্রণালয়।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: